তানজিম ইসলাম, নিউজ ৩৯.নেট ♦ লটাখোলা করম আলীর মোর থেকে জয়পাড়া বাজার পর্যন্ত রাস্তাটির দীর্ঘ দিন ধরে বেহাল দশা। সম্প্রতি রাস্তাটি সংস্কারের দরপত্র হয়েছে।
ওয়ান ব্যাংকের সামনে থেকে শুরু হওয়া পবন বেপারি সড়কের চেয়েও বেহাল অবস্থা লটাখোলা করম আলীর মোর থেকে শুরু হওয়া ধনাই বেপারি সড়কের। কিন্তু রাস্তার নির্মান কাজ শুরু হয়েছে পবন বেপারি সড়কের, যা কিনা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক টানা বর্ষণের ফলে রাস্তার উপর থাকা ডোবাগুলো পুকুরে পরিণত হয়েছে। এই রাস্তাকে সাময়িক চলার উপযুক্ত করার জন্য বালু মাটি ফেলা হয়েছে। যার ফলে দুর্ভোগ তো কমেইনি বরং আরও বেড়েছে। মাটিতে খোয়া প্রায় নেই বললেই চলে, যার কারনে রাস্তা যে কোনো সময়ের চেয়ে বেশি কর্দমাক্ত হয়েছে, গাড়ীর চাকা ক্রমাগত দেবে গিয়ে চলার অনুপযুক্ত হয়ে গিয়েছে।
এবিষয়ে কাজের দায়িত্ব পাওয়া লতা কন্সট্রাকশনের ব্যবস্থাপক ফারুক কন্ট্রাকটার নিউজ৩৯-কে বলেন, “ধনাই বেপারি সড়কের কাজ শুরু হবে কোরবানি ঈদের পর। জনগনের চলাচলের অসুবিধার কথা ভেবে আমরা রাস্তায় খোয়া এবং বালু ফেলেছি।” এ বিষয়ে পৌরপিতা আব্দুর রহিম চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায় নি।