বকুল হত্যাকান্ডঃ ২২ দিনেও গ্রেফতার হয় নি আসামী

217

নিউজ৩৯♦ দোহারের আলোচিত বকুল হত্যাকান্ডের ২২ দিন হয়ে গেলেও বকুল হত্যা মামলার মূ আসামীদের গ্রেফতার করতে পারে নি দোহার থানা পুলিশ। এর ভিতরে হত্যা মামলার প্রধান আসামী রাসেলের মোবাইল ফোন ট্র্যাকিং করে নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, শ্রীনগরে অভিযান চালালেও হত্যা মামলার দুই প্রধান আসামী রাসেল ও তার ভাইকে গ্রেফতার করতে ব্যর্থ হয় পুলিশ। একারনে মামলার তদন্তে আরো দ্রুত গতি আনতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বকর সিদ্দিকির পরিবর্তে মামলার তদন্তের দায়িত্বভার দেয়া হয়েছে দোহার থানার নতুন এসআই শফিকুল ইসলাম সুমনকে। 

দোহার থানা তদন্ত কর্মকর্তা শেখ সোহেল রানা নিউজ৩৯কে জানান,আসামীদের ধরতে ইতিমধ্যে বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে কিন্তু আসামীরা অতিদ্রুত স্থান পরিবর্তন করায় তাদের গ্রেফতারে বিলম্ব হচ্ছে। তবে তারা খুব বেশি দিন আর পালিয়ে থাকতে পারবে না তাদের অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে এবং মামলা অতি দ্রুত সুরাহা ও আসামীদের গ্রেফতার করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার অতি দ্রুত এই মামলার সুরাহা করার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানান শেখ সোহেল নিউজ৩৯কে জানান। 

অন্য খবর  নবাবগঞ্জে শতবছরের পুরনো ভবনে বসবাসঃ যেকোন সময় ঘটতে পারে বড় রকমের বিপর্যয়

মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম সুমন নিউজ৩৯কে বলেন, আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে। বৃহস্পতিবারও তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। 

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম জানান, যত দ্রুত সম্ভব আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশী অভিযান ও তদন্ত চলছে। 

আপনার মতামত দিন