টানা বর্ষণে বেহাল দশা দোহার নবাবগঞ্জের রাস্তাঘাটের

231

নিউজ৩৯♦ টানা দুই সপ্তাহের অবিরাম বর্ষণে দোহার-নবাবগঞ্জের রাস্তা প্রায় পুকুরে পরিনত হয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে ঢাকার দোহার নবাবগঞ্জ উপজেলার রাস্তাঘাট বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে যানবাহন থেকে শুরু করে মানুষের হাটাচলাতে সৃষ্টি হচ্ছে বিঘ্ন। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই দুই উপজেলার সাধারণ মানুষ এবং স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের।

সরেজমিন দেখা যায়, নবাবগঞ্জের রাজপাড়া বাগমারা সড়কে বৃষ্টির মধ্যে ট্রাক ও নসিমন করিমন গাড়ি চলাচলের কারণে পিচ, ইট ও খোয়া সরে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। 

বান্দুরা-নয়নশ্রী রাস্তার অনেকাংশে ধসে গিয়ে চলাচলে বিঘœ ঘটছে। ঢাকা-বান্দুরা সড়কের নবাবগঞ্জ চৌরাস্তায় পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে। 

একই অবস্থা ঢাকা-বান্দুরা সড়কের বিভিন্ন অংশে। 

চুড়াইন বাজার, গোবিন্দপুর রাস্তা, কোমরগঞ্জ, আগলা, খারশুর, বাগমারা, বান্দুরা বাসস্ট্যান্ডসহ প্রায় ২০ কিলোমিটার রাস্তায়ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্ত আর পানিতে একাকার হয়ে পড়ায় ছোট ছোট যানবাহনগুলো পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে।

এলাকাবাসীর দাবি জরুরি ভিত্তিতে এসব রাস্তার সংস্তার না করলে অনেক স্থানেই যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তাদের অভিযোগ, এসব রাস্তা মেরামত বা তৈরির সময় দুপাশে পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অনেক নতুন রাস্তাও বৃষ্টির পানির তোড়ে ভেঙে পড়ছে।

অন্য খবর  দোহারে রহস্যজনক আত্মহত্যা

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিস সূত্র জানায়, সম্প্রতি টানা বর্ষণে নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ৫০টিরও অধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের রাস্তাগুলোর একই অবস্থা।

এছাড়া দোহারের লটাখোলার করম আলীর মোড়, মৈনট ঘাট, চর মাহমুদপুরের কার্তিকপুর ব্রিজ থেকে লটাখোলা ভাঙা সেতু, আউলিয়াবাদ থেকে কার্তিকপুর স্কুল, দোহার পৌর এলাকার জয়পাড়া বাজার, ওয়ান ব্যাংকের মোড় থেকে পবন বেপারির বাড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তার পিচ ও ইটের খোয়া উঠে গেছে। এতে রাস্তাজুড়ে ডোবার মতো বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যান চলাচলের সময় কাদাপানি ছিটে জামাকাপড় নষ্ট হয়ে যাচ্ছে।

দোহারের মৈনটঘাট এলাকার বাসচালক সালাউদ্দিন বলেন, বৃষ্টিতে প্রায় কয়েক কিলোমিটার রাস্তাজুড়ে কাদা জমে গেছে। গাড়ি চলাচলে কষ্ট হচ্ছে। এ অবস্থা থাকলে এ রাস্তায় চলাচল করা যাবে না।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. শাহজাহান বলেন, টানা বর্ষণে রাস্তার অনেক ক্ষতি হয়েছে। খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা চলছে।

সড়ক ও জনপথ বিভাগের মুন্সীগঞ্জ রেঞ্জের নির্বাহী প্রকৌশলী তারেক ইকবাল বলেন, বিষয়টি নিয়ে আমরা ভাবছি। রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

আপনার মতামত দিন