নিউজ৩৯♦ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৪২ বোতল ফেন্সিডিলসহ মো. জিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১ এর একটি দল। গতকাল শুক্রবার রাতে উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত জিয়া গোবিন্দপুর গ্রামের মঞ্জুর আলমের ছেলে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, জিয়ার বাড়িতে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক মজুদ রয়েছে শুক্রবার রাতে গোপন সংবাদ পায় র্যাব। পরে র্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ারের নেতৃত্বে র্যাব শুক্রবার রাতে জিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিল এবং ১ ক্যান বিয়ারসহ তাকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, শুক্রবার রাতেই তাকে নবাবগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।
অপরদিকে, দোহার উপজেলার নূরপুর গ্রামে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সুমন (২৬) ও মো. শামীম হাসান (২৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১১। এ সময় তাদের শরীর তল্লাশী করে ১৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত সুমন নুরপুরের গিয়াসউদ্দিন মাস্টারের এবং শামীম হাসান বানাঘাটার মৃত আ. রাজ্জাকের ছেলে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ মুন্সিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ারের নেতৃত্বে র্যাব নুরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ পিস ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন ও শামীম হাসানকে আটক করে।
পরে তাদেরকে আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য দোহার থানায় সোর্পদ করা হয়।