নবাবগঞ্জে শরৎকালীন নাড়ু উৎসব

70
নবাবগঞ্জে শরৎকালীন নাড়ু উৎসব

“মাটির সংস্কৃতি ধরে রাখবো আমরা, ছড়িয়ে দিব সারা বিশ্বে” এ শ্লোগানে ধারণ করে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শরতকালীন নাড়ু উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) বেলা ১১টায় কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।

নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম,গোল্লা সেনথ্কেলাস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রুপালী কস্টা, বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক পল পিন্টু গমেজ।

উপস্থিত ছিলেন নাফার সভাপতি শফিউর রহমান তোতা, গানের শিক্ষক উৎপল ডি কস্তা, গিটারে ম্যাক গোমেজ, রোহান শেখ, চিত্রকলার শিক্ষক কানিজ আক্তার, নৃত্য শিক্ষক তিথি বাড়ৈ, অঞ্জনা গোমেজ, গানের শিক্ষক মো. সেলিম বারুয়াখালী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা আক্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে নাফার শিল্পীদের পরিবেশনায় শরতকালীন নাচ, গান, ফ্যাশন শো, কবিতা আবৃত্তি প্রদর্শন করেন। পরে নাড়ু নিয়ে আসা প্রায় অর্ধশত প্রতিযোগির নাড়ু প্রদর্শণ করেন। একই সাথে লক্ষী পূজার মাটির সরা, হাড়ি, কলসসহ কুটির শিল্প প্রদর্শন করা হয়।  নাড়ু প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন আনিকা ইয়াসমিন, ফুড বøগার, টেস্টি টিপস।

অন্য খবর  দোহারে জমে ওঠেছে শীতের পিঠার দোকান

শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিদের  কাজের বিচার করে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন।

 

আপনার মতামত দিন