বিক্ষোভের মুখে দোহার মেয়রের উন্নয়ন পরিকল্পনা বাতিলের আশ্বাস

309

তানজিম ইসলাম, নিউজ ৩৯.নেট ♦ দোহার পৌরসভায় শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে স্টেডিয়াম এবং পার্ক নির্মানের পরিকল্পনার বিরুদ্ধে পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দারা ২৬ মে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে পৌরসভায় এসে মিলিত হয়। সেখানে পৌরসভা সংবাদ সম্মেলন করে।

মিছিল পৌরসভায় এলে মেয়র আব্দুর রহিম মিয়া আন্দোলনকারীদের আশ্বস্ত করেন যে এ পরিকল্পনা বাদ দেয়া হবে। তিনি বলেন, “আমি দোহারের এই এলাকার একজন মানুষ আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি আপনাদের পাশে আছি এবং পাশে থাকব সব সময়। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি এমন কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে দেব না যাতে আপনাদের কোন ক্ষতি হয়।“

এ সময়ে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার সকল কাউন্সিলর এবং সকল কর্মকর্তা কর্মচারী। মেয়র অসুস্থ থাকায় তার বক্তব্য অন্য একজন পড়ে শুনান।

মূলত সংবাদ সম্মেলনকে উদ্দেশ্য করে এই বিক্ষোভের আয়োজন। এর আগে পর পর দুই দিন ৫, ৬ ও ৭ নাম্বার ওয়ার্ডের বাসিন্দারা বিক্ষোভ-মিছিল করে পরিকল্পনা বাতিলের দাবী জানায়। তার প্রেক্ষিতে সেদিন মেয়র আব্দুর রহিম পরিকল্পনা বাতিলের ও সংবাদ সম্মেলনের ঘোষণা দেন।

অন্য খবর  ২৫ শে মে দোহার-নবাবগঞ্জ পেশাজীবি পরিষদের ইফতার পার্টি

দোহার পৌরসভায় বিক্ষোভ

এ সময়ে কিছু ছেলে পৌরসভার গাছের আম ছিড়ে নেয় এবং ফুলের গাছ উপরে ফেলে। পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে বের করে দেয়।

আপনার মতামত দিন