মিজানুর রহমান শমশেরীর দুটি কবিতা

270

সমতার ঝড়

একটা ঝড় উঠুক, একটা ঝড়

ভেঙেচুরে যাক প্রাসাদ কানন

ক্ষুদ্র কুটিরের চালান খড়,

একটা ঝড় উঠুক, একটা ঝড়।

 

উঠুক না বেজে প্রলয় বিষাণ

ভয় কী রে আজ ভয় কী রে আর,

সে ঝড়ে জাগুক শ্রমিক কৃষান

আশার স্বপন ভেঙে গেছে যার।

 

আসুক তুফান প্রলয় বেগে

ভাঙুক রে সব ভাতের বাসন

বাতাসে উড়ুক ছিন্ন কাঁথা

ধূলিতে পড়ুক রাজার আসন।

 

বিশ্বে পড়ুক হায় হুতাশা

নিঃস্ব যারা খুঁজুক রুটি

সকল মানুষ একসাথে ফের

নতুক করে বাঁধুক খুঁটি।

 

প্রভাত প্রতীক্ষা

রাত জেগে বসে আছি প্রভাতের প্রতীক্ষায়

জানি না কখন ফুরাবে তিমির রাত,

রাতের দীনতা চিরে আলোর বন্যায়

অবশ্য তোরণ দ্বারে আসবেই সুপ্রভাত।

 

রাতের নৈঃশব্দ্যে শুনি আলোর মহোৎসব

চোখে মোর সম্ভাবনার উজ্জ্বল জ্যোতি

কান পেতে শুনি ধৃষ্ট আত্মার কলরব

মৃত্যুর করাল ভেদি জীবনের স্তুতি।

 

রাতের দীনতায় এসে অদৃশ্য তৃতীয় হাত

বার বার বিভ্রান্ত করেছে বন্দি আত্মার

চূড়ান্ত পরাজয়ে যখন টুটবে রাত

অবশ্যই বুঝে নিবে কী স্বাদ ধৃষ্টতার।

আপনার মতামত দিন