নিউজ৩৯♦ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা জেলা পরিষদের দুই প্রকৌশলী ও ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর উত্তরা (পূর্ব) থানায় বৃহস্পতিবার বিকেলে দুদকের সহকারী পরিচালক মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। পেনাল কোড ৪০৯/১০৯ ধারায় মামলা দুটি দায়ের করা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। দুই মামলায় অভিযুক্তরা হলেন, ঢাকা জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মো. হারুন-অর-রশীদ দেওয়ান, মেসার্স সরকার এন্টার প্রাইজের মালিক মো. আবুল বাশার ও মোসার্স লিয়া এন্টারপাইজের মালিক এম. আয়নাল আহমেদ।
দুদক সূত্র জানায়, ২০১৩ সালের ২৬ মে জেলা পরিষদের আওতায় ঢাকা উন্নয়ন প্রকল্পের ২৮লাখ ৫০ হাজার টাকায় দোহার বিলাসপুর পদ্মা হাই স্কুলের উন্নয়ন কাজ ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সরকার এন্টারপ্রাইজকে দেওয়া হয়।জেলা পরিষদের প্রকৌশলী ও ঠিকাদার পরস্পর যোগসাজসে কাজের নামে অতিরিক্ত এক লাখ ৩৩ হাজার ১৭০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
দুদকের অনুসন্ধানে এ অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. হারুন-অর-রশীদ দেওয়ান ও ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মো. আবুল বাশারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
সূত্র আরও জানায়, গত ২০১৩ সালের ১৩ জুন জেলা পরিষদের আওতায় ঢাকা উন্নয়ন প্রকল্পের ২২লাখ ৮০ হাজার টাকার মিরপুর-১৩ এর ঢাকা মডেল ডিগ্রি কলেজের উন্নয়ন কাজ ঠিকাদার প্রতিষ্ঠান মোসার্স লিয়া এন্টারপাইজকে দেওয়া হয়। জেলা পরিষদের প্রকৌশলী ও ঠিকাদার পরস্পর যোগসাজসে কাজের নামে অতিরিক্ত আট লাখ ৭৬ হাজার ২৭০ টাকা আত্মসাৎ করেন।
দুদকের অনুসন্ধানের এ অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক এম আয়নাল আহমেদের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।