দোহারে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

700
দোহারে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঢাকা জেলার দোহার উপজেলায় ৭ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ মো.জসিম উদ্দীন (৪০) ও মো. রাকিব (৩০) নামে দুই জন মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে র‌্যাব-১১। রবিবার (১১ জুলাই) সকালে উপজেলার লটাখোলা ও দক্ষিণ জয়পাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন মো. জসিম উদ্দীন(৪০), পিতাঃ আলি হোসেন, গ্রাম: উত্তর ইউসুফপুর ও মো. রাকিব, পিতা: মো. শহিদ ফকির, গ্রাম: বানাঘাটা।  বর্তমানে মো. রাকিব কার্তিকপুর গ্রামের বোরহান চাকলাদারের বাসায় ভাড়া থাকেন।

র‌্যাব-১১ জানায়, রবিবার সকালে উপজেলার লটাখোলা ও দক্ষিণ জয়পাড়া এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার মো. আবু ছালেহ এর নের্তৃত্বে র‌্যাব অভিযান চালিয়ে মো. জসিম উদ্দীন ও মো. আলী হোসেন বেপারীকে ৭ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে দোহার থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।

এবিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, তাদের বিরুদ্ধে দোহার থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত দিন