প্রান্তিক
হত্যার কাছে ক্ষমা নেই-
শিকারির কাছে নিস্তার নেই হরিণের
নারীর মাংসপেশিতে পুরুষের আজন্ম অধিকার
সভ্যতা লেবেল মাত্র
প্রকৃত সভ্যতা আদিম হিংস্রতা।
আমি তো জানি-
মানুষকে বাদ দিলে মনুষ্যত্ব নেই :
কেউ যদি বলে ‘আমি রাজা-মহারাজা’
পিঠের কাপড় খুলে চাবুক মেরে দেখো
কোথায় মর্যাদা।
স্মরণিকা
ক্রমশ ক্লান্ত কোকিলের ডাক যখন থেমে যাবে
মধ্যাহ্নের দীপ্ত রবি বিস্ময়ে যখন চেয়ে রবে
শ্যামল মাটির প্রান্তে, পৃথিবী যখন হারাবে
সকল সুষমা, তখনো তোমার কথা মনে হবে।
বর্ষার অবিশ্রান্ত বারিধারা যখন হবে শেষ
পত্র-পল্লবে যখন কোনো শিহরণ জাগবে না
সতত কল্পনা হারাবে মনের রঙিন আবেশ
তখনো হে প্রিয়তমা, অনেক দূরে থাকবে না।
অথবা তোমার কথা মনে হবে, যখন পৃথিবী
শীতের কাঁপন লেগে ক্রমশ স্থবির হয়ে রবে
শীতের হিমেল বায়ে লুটে নিবে মালতি করবী
শেফালি, তখনো তোমার কথা আমার মনে হবে।
আপনার মতামত দিন