প্রার্থনা
বুকের মধ্যে আজন্ম ভালোবাসা তোলপাড় করে,
আমি ভালোবাসার পূর্ণতা পেতে চাই।
রাত্রির শরীর কেটে ক্রমশ বেড়ে ওঠে
সফেদ দুধের মতো রমণীর উন্মাদনা
অযথা শাণিত ঠোঁটে বক্ষে ঠোকর মেরে কেড়ে খায় ভালোবাসা।
আমি শিউলির কাছে সুবাস ছাড়াও কিছু সবুজতা চাই-
কেননা, আমার শরীরে ঘামের গন্ধ ছাড়াও প্রাণ আছে-
আমি প্রাণের পূর্ণতা পেতে চাই।
সুরঞ্জনা
আমি বুঝি না সুরঞ্জনা
প্রতিদিন কেন নিশীথে সিঁদুর আঁকো
চন্দনে রাঙা ঠোঁট লাল করে রাখো
এতো কী রঙের প্রবঞ্চনা!
কেন দেখি প্রতিদিন
প্রজাপতি-মন, স্পন্দিত বুক
অঞ্জনমাখা ঐ কালো চোখ
চপল দৃষ্টি পলকহীন!
আপনার মতামত দিন