ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাথর ভর্তি একটি ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার ভোরের দিকে ঢাকা-দোহার বাইপাস সড়কে উপজেলার সোনাহাজরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক আজিমকে আটক করা হয়েছে। নিহতরা হলেন, মো. করিম (২৮), মো. ফুলচাঁন (৩০) ও মো. শহিদুল ইসলাম (৩৫)।
নিহত মো. করিম ও মো. ফুলচাঁন জামালপুর এবং শহিদুল টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে ট্রাকটি ঢাকার সাভার এলাকা থেকে পাথর নিয়ে দোহারের উদ্দেশ্যে রওনা হয়। ভোর সাড়ে চারটার দিকে উপজেলার গালিমপুর এলাকা হয়ে দোহার বাইপাস সড়কের প্রবেশপথে সোনাহাজরা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা ওই তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ট্রাক চালক আজিমকে আটক করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক বশির আহমেদ জানান, ট্রাক চলককে আটক করা হয়েছে।