সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ১৯৯০ সালের গণ-আন্দোলনের পর বিচারপতি রউফ বাংলাদেশের গণতান্ত্রিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রফেসর ইউনূস বলেন, “তিনি বাংলাদেশের গণতান্ত্রিক পথচলায় উদাহরণ হয়ে থাকবেন এবং দেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।”
আজ রবিবার সকালে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার সহকারী জানিয়েছেন, তিনি দুই মাস ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তাকে তার গ্রামের বাড়ি ময়মনসিংহে দাফন করা হবে।
আপনার মতামত দিন
![](https://news39.net/wp-content/uploads/2023/08/protiva-coaching-ad-primary-teacher-2023-min.jpg)