মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম বলেছেন, বর্তমানে ৮ লাখ ৯৮ হাজার ৯৭০ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত আছেন। বিদেশি কর্মীদের সংখ্যার বিচারে যা সর্বোচ্চ। দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বাংলাদেশিরা এ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
স্টিভেন সিম বলেন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়ায় মোট অভিবাসী কর্মীর সংখ্যা ২৩ লাখ ৬৮ হাজার ৪২২ জন, যা দেশটির মোট কর্মীর ১৪ শতাংশ। এই তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, যাদের সংখ্যা ৫ লাখ ৮২ হাজার ১০৮ জন। তৃতীয় স্থানে থাকা নেপালের ৩ লাখ ৭০ হাজার ১২৭ জন কর্মী মালয়েশিয়ায় কাজ করেন।
মন্ত্রী বলেন, মালয়েশিয়া শ্রমবাজার সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সরকারের নীতিতে নির্ধারিত বিদেশি কর্মীর সংখ্যা ১৫ শতাংশ অতিক্রম করেনি। ২০২৩ সালের ১৮ মার্চ থেকে অভিবাসী কর্মী নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা এখনও চলমান রয়েছে।
![](https://news39.net/wp-content/uploads/2023/08/protiva-coaching-ad-primary-teacher-2023-min.jpg)