জয়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে গুলি বর্ষণের অভিযোগ

289

বিশেষ সংবাদদাতা, নিউজ৩৯.নেট ♦ দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে এবং এতে ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ করেছে  সিরাজুল ইসলাম নামে  এক ব্যাক্তি।

এ ব্যাপারে সিরাজুল ইসলাম জানান,  প্রতিপক্ষ একই  এলাকার স্থানীয় আলম বস্তত্রালয়ের মালিকের ফুপু এবং আমার নানী হাফছা খাতুনের নিকট থেকে রেজিস্ট্রি ছাড়া জমিটি আমরা ক্রয় করি। বিষয়টি সবাই জানে। আর এভাবেই দীর্ঘ ৮০ বছর আমরা বাস করে আসছি। কিন্তু সম্প্রতি আলম হোসেন এবং কিছু প্রভাবশালী এ জমিটি দখল করতে উঠে পড়ে লেগেছে। তারই ধারাবাহিকতায় আজ দুপুর ২টার দিকে কয়েকজন স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী তার বাসায় এসে   স্ত্রী নাজমা আক্তার (৩৫), বড় ভাই বাদশা (৫৫), ভাবি সামলো বিবি (৪২),ছেলে  সিফাত (১২) কে মারধর করে আহত করে। এছাড়া তারা ৩ রাউণ্ড  গুলি বর্ষণ করেছে বলেও তিনি অভিযোগ করেছেন। প্রতিপক্ষরা প্রভাবশালীদের আশ্রয় নেওয়ায় তারা নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান।

এ ব্যাপারে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল জানান, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে তারা তদন্ত করবেন। 

আপনার মতামত দিন