নবাবগঞ্জে অবরোধে গাড়ি ভাংচুর, গ্রেফতার

180

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিন ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপি ও ১৮ দলের নেতা-কর্মীরা অটোবাইক ও হিউম্যানহলারসহ ৫/৬টি গাড়ি ভাংচুর করেছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সদর মহাকবি কায়কোবাদ চত্বরে স্বাধীনতা ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার আবু আশফাকের নেতৃত্বাধীন উপজেলা বিএনপি ও ১৮ দলের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে অটোবাইক ও হিউম্যানহলারসহ ৫/৬ টি গাড়ি ভাংচুর করে এবং একটি বোমা বিস্ফোরণ ঘটায়। কিছুক্ষণ পড়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে এবং পুলিশ তাদের ওপর লাঠিচার্চ করে। এসময় বিএনপির ৪ কর্মীকে আটক করে পুলিশ। এরপর বিএনপি নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে, এলাকায় ১ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। তবে সকাল থেকে দূর-পাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

অপরদিকে, ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান সমর্থিত বিএনপি নেতা-কর্মীরা বাগমারা তেঁতুল তলায় সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

অন্য খবর  ঢাকা জেলার স্কুল সাঁতারে নবাবগঞ্জের নাজমুল ও সিয়াম সেরা

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাসুদ করিম জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত দিন