নবাবগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ১

365

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমির সীমানা বিরোধের জের ধরে জাহিদ (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত জাহিদ উপজেলা কিরিঞ্চি গ্রামের আবু সাইদের ছেলে। এ ঘটনায় ভেবল সরদার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর শনিবার সকালে আবু সাইদের পরিবারের সাথে প্রতিপক্ষ মগবর আলী ও ভেবল সরদারের পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবু সাইদ ও তার ছেলে জাহিদ আহত হলে তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা সামাজিক ভাবে মিমাংসার করার আশ্বাস দিলে আবু সাইদ পরিবার নিয়ে সন্ধ্যার দিকে আহতদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়ি ফেরার পথে, আগে থেকে ওঁত পেতে থাকা মগবর আলী ও ভেবল সরদারের লোকজন তাদের উপর দেশীয় অস্ত্রনিয়ে হামলা চালায়। এসময় জাহিদকে ইট দিয়ে আঘাত করে শরীর থেতলে দেয় এবং লঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে।

স্থানীয়রা আহতাবস্থায় আবু সাইদ (৫২), তার ছেলে জাহিদ (২৩), আরেক ছেলে নাহিদ (২০), স্ত্রী জোৎস্না বেগমকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুত্বর আহত জাহিদের অবস্থা আশংঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

অন্য খবর  জীর্ণদশায় নবাবগঞ্জের ক্ষেপারাণীর আখড়া

পুলিশ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করেন। এবিষয়ে থানায় মামলা হলে ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে ভেবল সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ওসি তদন্ত খন্দকার এখলাস উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের পিতা আবু সাইদ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ১১ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

আপনার মতামত দিন