গুলশানে ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ

16
গুলশানে ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ

অনলাইন ডেস্কঃ রাজধানীর গুলশান-১ নম্বরে শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। সাড়ে তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধের পর পুলিশ ব্যবসায়ীদের সরাতে গেলে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টা থেকে পুলিশ ব্যবসায়ীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে। এসময় ব্যবসায়ীরা যাত্রবাহী বাসকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে বেশ কয়েকটি যানবাহনের গাড়ির কাচ ভেঙে যায়। সড়কে চলাচলরত পথচারীদেরও দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়।

আপনার মতামত দিন