ঢাকা জেলা বিএনপির সম্মেলন আজ

111

ঢাকা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার। এদিন বেলা ২টায় নবাবগঞ্জের কলাকোপায় হবে সম্মেলন। এর এক দিন পরেই আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ এই খবর জানিয়েছেন।

সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে জানিয়ে তিনি বলেন, সমঝোতায় না হলে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে। নেতা নির্বাচনের বিষয়টি নির্ভর করছে কাউন্সিলরদের ওপর। তাঁরা যেভাবে চাইবেন, সেভাবেই হবে।

আপনার মতামত দিন