দোহারে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

50

দোহার উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে সীমিত পরিসরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২ তম জন্মদিন পালিত হয়েছে। শেখ কামালের ৭২তম এই জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকাল ১১ঃ৩০ মিনিট উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈমের সভাপতিত্বে এই আলোচনা সভা ও স্মৃতিচারন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭২তম জন্মদিন উপলক্ষে প্রশাসনের পক্ষ হতে প্রায় ৫০টি গাছের চারা বিতরণ করা হয় স্থানীয় যুব সমাজের মাঝে। এরপর দুপুর ১ টায় উপজেলা জামে মসজিদে পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলায় নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈম,দোহার থানার ওসি মোস্তফা কামাল, দোহার উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।

উল্লেখ্য দোহার নবাবগঞ্জ সংসদীয় আসনের সাংসদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদ্বেষ্টা সালমান এফ রহমান ছিলেন শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু।

আপনার মতামত দিন