দোহার স্বাস্থ্যবিধি ও লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের মতবিনিময়

158

ঢাকার দোহার উপজেলায় স্বাস্থ্যবিধি ও লকডাউন বাস্তবায়নে দায়িত্বরত পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, উপজেলা স্বাস্থ্য দপ্তর, আনসার বাহিনীর প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজশনিবার দুপুরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এফএম ফিরোজ মাহমুদ জানান, লকডাউন বাস্তবায়নে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তাই জনগণকে লকডাউন মেনে চলার জন্য আহ্বান জানান।
সে সময় আরো উপস্থিত ছিলেন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ জসিমউদদীন, সেনাবাহিনীর মেজর জাহিদ হাসান, দোহার থানা ওসি মোস্তফা কামাল, বিজিবি সুবেদার জনাব ইয়ার আলী ও উপজেলা আনসার কমান্ডার ( ভারপ্রাপ্ত) জনাব সালেহা আক্তার।

আপনার মতামত দিন