দোহারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৩০ জনকে অর্থদণ্ড

222

ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩০ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণআদালত।
শনিবার(৩ জুলাই) সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৩য় দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত দোহার উপজেলা সহকারি কমিশনার( ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার আয়োজন মোড়, জয়পাড়া, লটাখোলা, থানার মোড়, দোহার বাজার, মেঘুলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ৩০ জনকে ৫ হাজার ৮০০ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময়ে দোহার থানার পুলিশ সদস্যগণ, সেনাবাহিনী সদস্যগণ, বিজিবি সদস্যগণ এবং উপজেলা আনসার সদস্যগণ অভিযানে সহযোগিতা করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন