দোহারে এক পুলিশ কন্সটেবল আটক

533

বৃহস্পতিবার দুপুরে দোহার উপজেলার নারিশা ইউনিয়নের পশ্চিম চর থেকে সাইফুল ইসলাম নামে এক পুলিশ কন্সটেবলকে আটক করেছে দোহার থানা পুলিশ। দোহার থানার এসআই আক্কাস আলির নেতৃত্বে তাকে আটক করা হয়। সাবিনা নামের এক নারীসহ বিভিন্ন নারীর সাথে প্রেমে প্রতারণা ও ফেসবুকে আপত্তিকর ছবি আপলোড করায় তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা ২৬ উপধারা ২ এ গ্রেফতার করা হয়। তার পিতার নাম নাসিরুদ্দিন। বাড়ি নারিশা পশ্চিম চর সুইচগেট সংলগ্ন। সে বর্তমানে ফরিদপুর জেলা পুলিশ লাইনে কন্সটেবল পদে কর্মরত। সাইফুল ইসলাম বর্তমানে দোহার থানা পুলিশি হেফাজতে আছে। আগামীকাল তাকে কোর্টে প্রেরণ করা হবে। সেখানে বাদী উক্ত নারীর উপস্থিতিতে শুনানি হবে বলে জানা যায়।

আপনার মতামত দিন