ফরমালিন মুক্ত জয়পাড়া বাজার

308

বহুল প্রতীক্ষার পর জয়পাড়া বাজার ফরমালিন মুক্ত ঘোষণা করা হলো। জয়পাড়া বাজারের কোন খাদ্য দ্রব্যে ফরমালিন ব্যবহার না করায় বাজার কমিটি ও উপজেলা পরিষদের তত্বাবধানে এই ঘোষণা দেয় উপজেলা পরিষদ ও জয়পাড়া বাজার কমিটি।

বর্তমান সময়ের অন্যতম বিষাক্ত রাসায়নিক ফরমালিন ব্যবহার করে শাক সবজী ও ফল তাজা রাখা হয়। মানব শরীরের ক্ষতিকারক এই বিষ ব্যবহার করা হতো মূলত লাশ যাতে না পচেঁ যায় সেই কাজে। কিন্তু এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীর কারনে এটি ব্যবহার করা হতে থাকে শাক-সবজী, ফল ও মাছে যাতে পচন না ধরে। সংবাদ মাধ্যম এই ব্যাপারে গন মাধ্যমে ব্যাপক আলোচনার পরিপ্রেক্ষিতে  সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে। সেই সাথে সচেতনতা তৈরী করে সাধারন মানুষের মাঝে।

এছাড়াও বিভিন্ন বাজার কমিটিও জনস্বার্থের কথা চিন্তা করে এই ফরমালিন নিষিদ্ধ করে। তারই ধারাবাহিকতায় জয়পাড়া বাজারকে ফরমালিন মুক্ত বলে ঘোষনা করলো দোহার উপজেলা প্রশাসন ও জয়পাড়া বাজার কমিটি। এই ফরমালিন মুক্ত করতে কারিগরি সহায়তা দিয়েছে দোহার উপজেলা পরিষদ।

আপনার মতামত দিন