দোহারে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

371

ঢাকার দোহারে অজ্ঞাত বৃদ্ধা (৭০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দোহার উপজেলার কার্তিকপুর বাজার থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাতে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর বাজারে সড়কের পাশে এক বৃদ্ধাকে পরে থাকতে দেখে পথচারীরা। প্রথমে স্থানীয়রা শনাক্ত করতে না পেরে দোহার থানায় সংবাদ দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বৃদ্ধা মহিলাটি পাগলের মত বাজারের প্রথম থেকে শেষ পর্যন্ত হাটতো। যখন ক্ষুদা লাগতো, তখন এ দোকানে ও দোকানে চেয়ে খেয়ে নিত। কেউ তাকে খালি হাতে ফিরাতোনা। রাত ১০ টায় কেউ এসে সংবাদ দেয় পাগলিটি ঔ অন্ধকারে পরে আছে। আমরা প্রথমে তার পরিচয় জানার চেষ্টা করে ব্যার্থ হই। পরে থানায় সংবাদ দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা জানিয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলে, এখনও বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি তবে পুলিশ তার পরিচয় খোজার চেষ্টার করছে।

আপনার মতামত দিন