বিষ খাইয়ে শ্বশুরকে হত্যার অভিযোগে পূত্রবধু আটক

324

আসিফ শেখ, নিউজ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ভাতের সাথে বিষ খাইয়ে শ্বশুরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গজারিয়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী সালমা আক্তার (৩৩)-এর সাথে স্থানীয় এক যুবকের পরকীয়া চলছিল। বিষয়টি শ্বশুর নোয়াব আলী ব্যাপারী (৭৫) প্রত্যক্ষ করে। জানাজানি হওয়ার ভয়ে শুক্রবার রাত আনুমানিক ৮টায় বৃদ্ধ শ্বশুর নোয়াব আলী ব্যাপারীকে দুধভাত খাওয়ায় পুত্রবধূ সালমা।

খাওয়ার কিছুক্ষণ পর শ্বশুর নোয়াব আলী অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা নেয়ার পরামর্শ দেন। ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেয়ারপথে রাত ১টায়  নোয়াব আলী মারা যান।

সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় পুত্রবধূ সালমাকে আটক করে।

নোয়াব আলীর বড় ছেলে ইয়ার উদ্দিনের স্ত্রী সম্পা আক্তার জানান, শ্বশুরের বমিতে ফুরাডানের গন্ধ পেলে সালমাকে জিজ্ঞাসা করলে সে দুধভাতের সাথে ফুরাডান খাওয়ানোর কথা স্বীকার করে।

অন্য খবর  দোহার উপজেলা ছাত্রদলের বিজয় দিবস উৎযাপন

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ আজ শনিবার ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমা শ্বশুরকে বিষপান করানোর কথা স্বীকার করেছে বলে জানান। এঘটনায় নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।

আপনার মতামত দিন