দোহার থানা জামায়াত আমির গ্রেফতার

318

দোহার থানার জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহকে (৪০) গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার নারিশা ইউনিয়নের পশ্চিমচর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ সাইফুল্লাহ ওই গ্রামের মো. আজহার আলীর ছেলে। তার বিরুদ্ধে দোহার থানায় পুলিশ দ্রুত বিচার আইন ২০০২ ৪(১) ধারা মোতাবেক মামলা করে। এ মামলার আরো ৭ আসামি জামিনে থাকলেও মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ হজে থাকায় আদালতে উপস্থিত হতে পারেন নি।

আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলে থানা পুলিশ তাকে গতকাল সোমবার উপজেলার নারিশা ইউনিয়নের পশ্চিমচর এলাকার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে।

দোহার থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী জানান, তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।

আপনার মতামত দিন