গত ২৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাদাপুর এলাকা থেকে মো. আব্দুল আল মামুন (২২) নামে এক যুবককে একটি বিদেশী পিস্তলসহ আটক করেছে র্যাব-১১।
অস্ত্রসহ আটককৃত মামুন সাদাপুর গ্রামের আব্দুল কাসেমের ছেলে। র্যাব-১১ জানায়, গত ২৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাদাপুর বাজার থেকে ধাপারী যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে মো. আব্দুল আল মামুন (২২) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে একটি ৬ রাউন্ডের বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক ইশতিয়াক রাশেদ জানান, শুক্রবার সকালে তাকে আদালেতে হাজির করে ৫ দিনের চাওয়া হলে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আপনার মতামত দিন