সোহেল বাবু ♦ জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্লা (৬৫) আর বেঁচে নেই। বুধবার সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না-লিল্লাহি-ওয়া ইন্না-লিল্লাহি- রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে গেছেন।
তার আকস্মিত এই মৃত্যু সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে। দুপুর ২টায় লটাখোলা ঈদগাহ মাঠে তার নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় দোহার থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ উপজেলা ভাইস-চেয়ারম্যান খোকন শিকদার উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন তার অসংখ্য গুণগ্রাহীসহ তার ছাত্র ও সহকর্মীবৃন্দ।
তবে এই বীরমুক্তিযোদ্ধাকে কোন রাষ্ট্রীয় সম্মান জানানো হয় নি। এতে তার ছাত্র, বন্ধু, আত্মীস্বজন, এলাকাবাসী ভীষনভাবে মর্মাহত হয়েছে। নিউজ৩৯ সদা হাস্যজ্জল মহান এই শিক্ষকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত; একই সাথে তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছে ও মহান আল্লাহ’র নিকট তার জন্য সর্বোচ্চ সম্মান প্রার্থনা করছে। তার শোকাহত পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন।