নবাবগঞ্জে শতভাগ বিদ্যুতায়ন

167

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশের ১০৬টি উপজেলার মধ্যে ঢাকার নবাবগঞ্জকেও শতভাগ বিদ্যুতায়নের ঘোষণায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি প্রদর্শন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা থেকে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের লোকজন।

অনুষ্ঠান উপভোগ করেন- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. জাফর সাদেক, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জিএম অসীম কুমার দাস, ডিজিএম ইকবাল হোসেন, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম- মো. আব্দুল মতিন, মো. সামছুদ্দিন, মো. মমিনুল ইসলাম, মো. জিয়াউর রহমান, মো. কামাল হোসেন, এলাকা পরিচালক খালিদ হোসেন মৃধা প্রমূখ।

রাত ১০টায় নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে মনোমুগ্ধকর আতশবাজি প্রদর্শন করা হয়।

আপনার মতামত দিন