নবাবগঞ্জে কাপড়ের দোকানে ডাকাতি: নৈশপ্রহরী আহত

72

ঢাকার নবাবগঞ্জে কলাকোপা পোদ্দার বাজারে শিল্পী বস্ত্র বিতানে নামে একটি কাপড়ের দোকানে ডাকাতি হয়েছে। বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে এঘটনা ঘটে। সকালে এলাকাবাসী বাজারের নৈশপ্রহরী বিল্লালকে আহতাবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এতে দোকানীর প্রায় সাড়ে ৩লাখ টাকার কাপড় নিয়ে গেছে ডাকাতরা। থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আহত নৈশ প্রহরী বিল্লাল হোসেন জানান, বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পিকআপ ভ্যানে করে বাজারে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে আহত করে। পরে হাত-পা, মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে রাখে। পরে ভোর হয়ে এলে ডাকাতরা মালামাল নিয়ে চলে যায়। সকালে এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এতে আমার হাতের আঙ্গুল কেটে শারিরিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন।

শিল্পী বস্ত্র বিতানের মালিক দিলিপ দাস জানান, রাতে দোকানে কেউ ছিল না। সকালে জানতে পেয়ে দোকানে আসেন। ডাকাতরা তার প্রায় সাড়ে ৩লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন