২৮ সেপ্টেম্বর: বছরের ২৭১ তম দিন (২৭২ অধিবর্ষে)
৪৮খৃ.পূ: রোমান সম্রাটকে খুশি করতে মিশরীয় সম্রাট টলেমির নির্দেশে রোমান রাজনীবিদ ও সামরিক ব্যক্তিত্ব পম্পেইকে হত্যা করা হয়।
১২৩৮: স্পেনে মুসলিম ভ্যালেন্সিয়া জেমস ১ম এর কাছে আত্মসমর্পন করে।
১৮৬৭: টরেন্টো কানাডার অন্টারিও রাজ্যের রাজধানী হয়।
১৯৩৯: পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’র পতন হয় এবং জার্মানী ও সোভিয়েত ইউনিয়ন পোলান্ড ভাগ করে নিতে চুক্তিতে আবদ্ধ হয়।
১৯৫০: ইন্দোনেশিয়া জাতিসংঘে যোগ দেয়।
১৯৬০: আফৃকার দেশ মালি ও সেনেগাল জাতিসংঘে যোগ দেয়।
১৯৬১: মিশর ও সিরায়র মিলিত রাষ্ট্র সংযুক্ত আরব প্রজাতন্ত্র ভেঙ্গে যায়।
১৯৯৬: আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি মোহম্মদ নাজিবুল্লাহ তালেবান কর্তৃক নিহত হন।
জন্ম:
১৯২৯: ভারতের বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর জন্মগ্রহন করেন।
১৯৪৭: বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মগ্রহন করেন।
আজ:
যু্ক্তরাষ্ট্রে ‘বোকার মত প্রশ্ন কর’ দিবস ।
চীনে শিক্ষক দিবস।