১৬ সেপ্টেম্বর: বছরের ২৫৯ তম দিন (২৬০ অধিবর্ষে)
১৬২০: আমেরিকা মহাদেশে বসতি স্থাপনের প্রধম দিকের ঐতিহাসিক ইউরোপীয়ান জাহাজ মেফ্লাউয়ার ইংল্যান্ড থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
১৯০৮: বিশ্বের বৃহত্তম মোটর গাড়ী প্রস্ততকারক প্রতিষ্ঠান জেনারেল মোটরস প্রতিষ্ঠিত হয়।
১৯৬৩: ফেডারেশন অব মালয়, সিংগাপুর, সাবাহ ও সারওয়াক নিয়ে গঠিত হয় মালয়শিয়া।
১৯৭৫: পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭৫: আফৃকার দেশ কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, মোজাম্বিক, সাও তোমে ও পৃঞ্চিপে জাতিসংঘে যোগ দেয়।
১৯৮০: ক্যারিবিয়ান দেশ সেন্ট ভিনসেন্ট ও গ্রানাডাইনস জাতিসংঘে যোগ দেয়।
২০০৭: ১২৮ জন যাত্রী ও ক্রুবাহী একটি বিমান থাইল্যান্ডে ক্র্যাশ করায় ৮৯ ব্যক্তির মৃত্যু হয়।
আজ:
পাপুয়া নিউ গিনি ও মেক্সিকোতে স্বাধীনতা দিবস।
মালয়শিয়া ও সিংগাপুরে মালয়শিয়া দিবস।
আপনার মতামত দিন