১৫ সেপ্টেম্বর: বছরের ২৫৮ তম দিন (২৫৯ অধিবর্ষে)

 

৯৯৪: ওরেন্তেসের যুদ্ধে  বাজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ফাতেমীয়রা বড় ধরনের বিজয় লাভ করে।

১৮১২: নেপোলিয়নের অধীনে ফরাশী বাহিনী মস্কোর ক্রেমলিনে পৌঁছায়।

১৮২১: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়াকোস্টারিকা স্পেনের অধীনতা থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৮৩৫: ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়।

১৯৩৫: নুরেমবার্গ আইনের মাধ্যমে জার্মান ইহুদীদের নাগরিকত্ব বাতিল করে।

১৯৩৫: জার্মানীর স্বস্তিকাযুক্ত নতুন পতাকা চালু করে।

১৯৫২: জাতিসংঘ আফ্রিকার দেশ ইথিউপিয়াকে এরিত্রিয়া দান করে। পরবর্তীতে এরিত্রিয়া স্বাধীন হয়।

১৯৫৯: নিকিতা ক্রশেভ  প্রথম সোভিয়েত নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যান।

১৯৮১: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু জাতিসংঘের সদস্য হয়।

১৯৮২: লেবাননের রাষ্ট্রপতি বসির গামায়েল নিহত হন।

১৯৯৬: ক্রিকেটে বাংলাদেশ এসিসি ট্রফি জয় করে।

১৯৯৮: আমেরিকার টেলিকম্যুনিকেশন কোম্পানী ওয়ার্ল্ডকম ও এমসিআই যুক্ত হয়ে এমসিআই ওয়ার্ল্ডকম নামে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়, যা ইতিহাসের অন্যতম বৃহত্তম সংযুক্তি (Merger)।

২০০৮: আমেরিকার বিনিয়োগ প্রতিষ্ঠান লেহম্যান ব্রাদার্স দেউলিয়া ঘোষিত হয়, যা আমেরিকায় এযাবৎকালের বৃহত্তম দেউলিয়ার ঘটনা।

অন্য খবর  ইতিহাসের এই দিনে: ১০ জুলাই

জন্ম:

১২৫৪: ইতালীয়ান অভিযাত্রী মার্কো পোলোর জন্ম।

১৭৮৯: The Last of the Mohicans খ্যাত কথাসাহিত্যিক জেমস ফেনিমোর কুপারের জন্ম।

১৮৭৬: কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম।

১৯৭১: নিউ জিল্যান্ডের অলরাউন্ডার নাথান এসলের জন্ম।

আজ:

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। 

আজারবাইজানে জাতীয় জ্ঞান দিবস।

ভারতে প্রকৌশলী দিবস

আপনার মতামত দিন