ঢাকার নবাবগঞ্জ উপজেলার চকোরিয়া গ্রামের সুরুজ মিয়ার বাড়িতে মঙ্গলবার ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই বাড়ি থেকে অন্তত ৩৫ লাখ টাকার মালমাল লুট করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের চকোরিয়া গ্রামের সুরুজ মিয়ার বাড়ির দরজা ভেঙে ১৫/২০ জনের ডাকাত দল ঘরে ঢোকে। তারা গৃহবধূ রেহানাকে শাবল দিয়ে আঘাত করে। পরে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির ৯টি কক্ষে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে।
এ সময় বাড়ির লোকজন চিৎকার দেওয়ার চেষ্টা করলে ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সুরুজ মিয়া,রেহানা,জামেলা খাতুনকে আঘাত করে পালিয়ে যায়।
ডাকাতের অস্ত্রের আঘাতে নারীসহ আহত হয়েছেন তিনজন। এরা হলেন, সুরুজ মিয়া (৬৫), রেহানা (৩৫) ও জামেলা খাতুন (৫৫)। তাদের নবাবগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাড়ির মালিক সুরুজ মিয়া নিউজ৩৯কে জানান, ডাকাত দল তার বাড়ি হতে ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকাসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
নবাবগঞ্জ থানার এসআই নুরুল আলম নিউজ৩৯কে বলেন, ডাকাতদের আটক করতে ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।