মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাহেরঘাটা গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও ৩৫ শিক্ষার্থীদের মাঝে আ. মান্নান চাকলাদার শিক্ষা ট্রাস্টের আয়োজনে ৫ম বর্ষ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৫টায় ট্রাস্টের কার্যালয় প্রাঙ্গণ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থসহ সারা বছরের যাবতীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা ফায়ার ব্রিগেড ঢাকা বিভাগীয় ইঞ্জিনিয়ার গোলাম মওলার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি মো. আজহারুল ইসলাম, সমাজ সেবক মাসুদুর রহমান আকন্দ, বয়রাগাদি ইউপি সাবেক চেযারম্যান গোলাম হাবিবুর রহমান, গবেষক সাইদুল ইসলাম খান অপু, প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদ সালেহী, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কে. এন. ইসলাম বাবুল, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সভাপতি আশরাফ ইকবাল, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, রাজদিয়া আবদুল জাব্বার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কুমার, মাওলানা মাইনদ্দিন বয়রাগাদী ইউপি মহিলা মেম্বার শেফালী বেগম প্রমুখ।