দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নবাবগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সংবাদকর্মীরা। সোমবার দুপুরে (৬ জানুয়ারী) মানববন্ধনকারীরা উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঢাকা-বান্দুরা আন্ত: মহাসড়কে দাঁড়িয়ে ঘন্টা ব্যাপী তারা এ মানববন্ধন করে। এ সময় উপজেলার সামাজিক, রাজনীতিক সংগঠনের বিভিন্ন সংগঠনের নেতা কর্মী মানববন্ধনে অংশ গ্রহন করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সিরাজগঞ্জের শাহাজাদপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। শুক্রবার চিকিৎসারত অবস্থায় মারা যান শিমুল। এরপরেই সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে দেশের সাংবাদিক সমাজ। দেশের গন্যমান্য ব্যাক্তিরাও এর তব্র নিন্দা জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক আজহারুল হক, সিনিয়র সহ-সভাপতি শেখ সালাহ্উদ্দিন বাচ্চু, সাহিদুল হক খান ডাবলু, সহ-সভাপতি মো. আলম হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জুয়েল আহম্মেদ, জাহাঙ্গীর চোকদার, ওয়ার্কার্স পার্টির নেতা মো. আসলাম খান, সাংবাদিক মজিবুর রহমান, একাত্তর টিভির সাংবাদিক আহমেদ ফারুক, ফজলুর রহমান, দৈনিক আমাদের সময়ের বিপ্লব ঘোষ, সাদের হোসেন বুলু, দৈনিক ইত্তেফাকের মো. কাজী সোহেল, আসাদুজ্জামান সুমন, দৈনিক সকালের খবরের ইমরান হোসেন সুজন , শাহীনূর রহমান, মিল্লাত হোসেন, নিউজ৩৯.নেট-এর আসিফ শেখ, ফিরোজ হোসেন প্রমূখ।