নবাবগঞ্জ সংবাদদাতা, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার যুবলীগের নতুন কমিটির সভাপতিকে উপজেলা যুবলীগের বঞ্চিত নেতাকর্মীরা ধাওয়া করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আধা ঘন্টার যানবাহন চলাচল বন্ধ থাকে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ডিসেম্বর দুপুর ১টায় যুবলীগের নতুন কমিটির সভাপতি সারোয়ার হোসেন নয়নশ্রী ইউনিয়নের একটি অনুষ্ঠানে যোগদান করার জন্য আগলা হতে নেতাকর্মী নিয়ে বাগমারা নামক স্থানে আসলে উপজেলা যুবলীগের বঞ্চিত নেতাকর্মীরা ধাওয়া করে। সারোয়ার তার নেতাকর্মী নিয়ে আগলা টিকরপুর নামক স্থানে ধাওয়ার প্রতিবাদে টায়ারে আগুন ধরিয়ে ৩০মিনিট যানবাহন বন্ধ রেখে বিক্ষোভ করে।
এঘটনার সংবাদ পেয়ে কেরানীগঞ্জ সার্কেল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এব্যাপারে বঞ্চিত নেতা জালাল উদ্দিন বলেন, “আমি ঢাকা ছিলাম। দলীয় ত্যাগী নেতাকর্মীরা নতুন পকেট কমিটিতে স্থান না পাওয়ায় নেতাকর্মীরা নতুন সভাপতিকে জিজ্ঞাসা করতে যাওয়ায় সারোয়ার গাড়ি থেকে নেমে দৌড়িয়ে পালিয়ে যায়। তাকে মারতে যাই নি।“
এব্যাপারে কেরানীগঞ্জ সার্কেল জাকারিয়া বলেন টিকরপুর নামকস্থানে ১০মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল। অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে।