নিউজ৩৯.নেট ♦ বুধবার বেলা বারোটার দিকে জয়পাড়া বাজারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রথীন্দ্রনাথ দত্তের নেতৃত্বে বিএসটিআই এর কর্মকর্তা মোন্নাফ হোসেনকে সঙ্গে নিয়ে অভিযানে বের হন।
এসময় তারা ফলের দোকানে ওজন করার বাটখারা পরীক্ষা করেন। ওজনে কম দেবার অভিযোগে জয়পাড়া বাজারের দুই ফলের দোকানদার আব্দুল হালিম ও নূর আলম সহ ছয় ফলের দোকানদারকে জরিমানা করা হয়। এদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয় এবং তাদের কাছে থাকা বাটখারাগুলো জব্দ করা হয়। এবং ম্যাজিস্ট্রেটের সাথে ‘বেয়াদবী’ করার জন্য ফলের দোকানদার আব্দুল হালিমকে দশ বার কান ধরে উঠবস করানো হয়।
এরপর তারা জয়পাড়া বাজারের কাপড়ের দোকানগুলোতে অভিযান চালান, এসময় তারা সরকারী মাপ মিটারের পরিবর্তে গজের মাপ ব্যবহার করায় তাজমহল বস্ত্রবিতান, বাবর বস্ত্রবিতান, হালিম বস্ত্রবিতান, নূর এ আলম বস্ত্রবিতান ও বস্ত্রপুরী প্রত্যেককে ২০০০ টাকা করে জরিমানা করেন।