নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীতে অনুষ্ঠিত হল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। নগর সভ্যতার ভিড়ে হাঁপিয়ে ওঠা লোকজন কয়েক ঘণ্টার জন্য হলেও এ আনন্দ উপভোগ করেন। ইছামতি নদীর দু’পাড়ে নারী, পুরুষ, শিশুসহ উপস্থিত হয় হাজারো দর্শক।
শনিবার বিকালে দীঘিরপাড় নওমোজাহিদ ক্লাবের আয়োজনে মরহুম আবু বকর খান মজলিশ (চুন্নু) স্মরণে এ নৌকাবাইচের আয়োজন করা হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইছামতি নদীতে নানা ধরনের নৌকার উপস্থিতি চোখে পড়ে। দর্শকদের আনন্দ দিতে বাইচের নৌকাগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়। প্রতিযোগিতায় পিকেবি ফ্রেন্ডস ক্লাবের মুরাদ মিয়ার নৌকা প্রথম পুরস্কার অর্জন করে।
দীঘিরপাড় নওমোজাহিদ ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আওয়ামী আইনজীবী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল। উপস্থিত ছিলেন বক্সনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আল মামুন, গোবিন্দ রাজবংশী, শেখ মিলন, মুক্তিযোদ্ধা লাটু বাঙালি, মহসীন হাসান লিটু, সাহের মেম্বার, আলম সর্দার ও কামাল খান।