নবাবগঞ্জে আওয়ামী নেতার ভাই এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ চাপা দেয়ার চেষ্টা

282

নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জে এক আওয়ামী লীগ নেতার ভাই এর বিরুদ্ধে ২য় শ্রেণীর ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ভাই হওয়ার কারনে ৯ দিন পরও আদালতে কোন অভিযোগ দায়ের করা হয় নি। এতে স্থানীয় জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট বাড়ির পাশে ইছামতি নদীতে গোসল করার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা পান্নুর ভাই স্থানীয় জুয়াড়ি আয়নাল (৪৫) তাকে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে বাড়ি ফিরলে শিশুটির স্বজনরা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদিকে ঘটনাটি জানাজানি হয়ে গেলে স্থানীয় ইউপি সদস্য খুরশিদ আলম, ধর্ষকের ভাই পান্নুসহ স্থানীয় একটি চক্র গ্রাম্য সালিসির নাটক সাজিয়ে ধর্ষককে জুতা পেটা করে অভিযোগ থেকে মুক্তি দেয়। 

এ বিষয়ে ইউপি সদস্য খুরশেদ আলমের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। সম্ভব হয় নি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সালিসির অন্যতম সদস্য ধর্ষক আয়নালের ভাই পান্নুর সাথে যোগাযোগ। এদিকে ঘটনা ঘটিয়ে আত্মগোপনে আছে ধর্ষক পান্নু। 

অন্য খবর  জলাবদ্ধতা দোহার পৌরবাসীর চলাচলের প্রধান বাঁধা

এদিকে আয়নালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন নয়। এর আগেও এ রকম এলাকায় এরকম তিনটি ঘটনা ঘটিয়েছেন বলে আয়নালের বিরুদ্ধে অভিযোগ আছে। 

আপনার মতামত দিন