নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কাজ করলে দল থেকে বহিস্কার: মাহবুবুর রহমান

246

নিউজ৩৯.নেট ♦ আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের হারানো দোহার উপজেলা চেয়ারম্যান পদটি যেকোন ভাবে এই বার জয় করার ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক দোহার উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান। সেই সাথে দলীয় নেতা কর্মীদের এই নির্দেশও দিয়েছেন যারা দলীয় নির্দেশের বাইরে কাজ করবে তাদের জন্য রয়েছে সাংগঠনিক শাস্তি।

গত উপজেলা পরিষদ নির্বাচনে নাজমুল হুদার ভাই কামরুল হুদা চেয়ারম্যান নির্বাচিত হলেও দায়িত্ব পালনের দেড় বছরের মাথায় তার আকস্মিক ইন্তেকালে শুন্য হয় দোহার উপজেলা পরিষদ। সেই রেশ ধরে  আসছে ২১ সেপ্টেম্বর দোহার উপজেলা চেয়ারম্যান পদের শুন্য আসনে নির্বাচনের তারিখ ঠিক করে দোহার উপজেলা পরিষদ। সেই রেশ ধরে আজকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার সময় মঞ্চে বক্তব্য দেয়ার সময় মাহবুবুর রহমান ঘোষণা দেন দোহার উপজেলা এই চেয়ারম্যান পদ এবার আমরা জয় করবোই। এই কারণে আমরা সকলে বসে একক প্রার্থী হিসাবে সিদ্ধান্ত নিয়েছি আলমগীর ব্যাপারীকে সমর্থন দেয়ার। যদি কেউ এই সিদ্ধান্তের বাইরে যায় তাহলে দল থেকে বহিস্কার করা হবে চির কালের জন্য। এসময় সকলে তার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানায়। 

আপনার মতামত দিন