আলমগীর হোসেনকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

229

নিউজ৩৯.নেট ♦ দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেক্সিমকো মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আলমগীর হোসেনকে আসন্ন দোহার উপজেলা চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে দোহার উপজেলা আওয়ামী লীগ। আজ দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বানিজ্য বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এই ঘোষণা দেন। 

বিএনপির প্রার্থী এর মাঝে ঘোষণা হলেও আওয়ামী লীগের প্রার্থী নিয়ে ছিল বেশ দ্বিধা-দ্বন্দ্বে। আলমগীর হোসেন, সাগর শাহিন, নজরুল ইসলাম বাবুলসহ আরো অনেকের নাম থাকলেও ২১ আগস্ট বেল টাওয়ারে প্রার্থী চুড়ান্ত করেন আওয়ামী লীগ। এসময় সকলে সর্ব সম্মত ভাবে আলমগীর হোসেনকে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে ঘোষণা দেন। সেই প্রেক্ষিতে ২০০৭ সালের পর প্রথম দোহারে আসা সালমান এফ রহমান নিজে উপস্থিত থেকে আলমগীর হোসেনকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সবার সাথে পরিচয়  করিয়ে দেন। এবং আওয়ামী লীগের সকলকে আলমগীর হোসেনের পক্ষে কাজ করার নির্দেশ দেন। 

এ সময় উপস্থিত সকলে আলমগীর ব্যাপারীর পক্ষে কাজ করার শপথ নেন এবং উপজেলা পরিষদে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করে ঘরে ফেরার শপথ নেন। এই সময় সালমান এফ রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, দোহারের জামাই নাজমুল আহসান পাপন এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণা সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বজলুর রহমান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, দোহার উপজেলা যুবলীগের সভাপতি ভিপি আলমাছ, দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, ঢাকা জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর সভাপতি মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ আওয়ামী লীগের উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। 

অন্য খবর  দোহার-নবাবগঞ্জের ঈদের পার্ট টাইম জব

উক্ত অনুষ্ঠানের  সভাপত্বিত্ব করেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন শিকদার। 

আপনার মতামত দিন