নিউজ৩৯♦ সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আরো মনোযোগী হতে হবে। শুধু নতুন ভবন হলেই চলবে না। সেই সাথে ভালো ফলাফল করে সুনাম রক্ষা করতে হবে। শনিবার দুপুরে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৫ম তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় বিদ্যালয়ের অধ্যক্ষ সাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন দিলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ, ছাত্র সমাজের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মশিউর রহমান, মহিলা নেত্রী শিল্পী ইসলাম, জাপা নেতা এমএ মজিদ, সাহের মেম্বার, নাসির শিকদার, আব্দুল হালিম চিশতি প্রমুখ উপস্থিত ছিলেন।
সালমা ইসলাম বলেন, মানুষ গড়ার কারিগর হিসেবে আত্মতৃপ্তি নিয়ে বসে থাকলেই শিক্ষকদের দায়িত্ব শেষ নয়। ভালো ফলাফলের জন্য তাদেরকে দায়িত্ব নিতে হবে। তিনি শিক্ষার প্রসার ও উন্নয়নে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন বলে জানান।
অপরদিকে বিকাল ৪টায় দোহারের সোনার বাংলাগ্রামে জাতীয় পার্টির এক কর্মী সভায় সংসদ সদস্য সালমা ইসলাম বলেন, আপনাদেরকে উন্নয়নের স্বার্থে এক হয়ে কাজ করতে হবে। এসময় তিনি ওই এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে প্রায় ১ কি:মি: রাস্তা পাকা করার আশ্বাস দেন।
সালমা ইসলাম অনুষ্ঠান স্থলে পৌঁছলে তাকে দেখতে শত শত নারী পুরুষ মিছিলসহকারে সমবেত হয়। তারা রাস্তার দাবিতে শ্লোগান দেন। অনুষ্ঠানে সাংসদ সালমা ইসলামের বক্তব্য শুনে তার উন্নয়ন কাজের প্রতি আস্থা জানিয়ে আব্দুল জলিলের নেতৃত্বে দুই শতাধিক লোক জাতীয় পার্টিতে যোগদান করেন।