নবাবগঞ্জে সাংবাদিক পরিবারকে হত্যার হুমকি

270

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আত্মীয়কে মামলায় সহায়তা করায় একটি অনলাইন নিউজ পোর্টালের ঢাকা দক্ষিণ প্রতিনিধি শেখ সালাহউদ্দিন বাচ্চুর পরিবারকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে ০১৯৮০৬৮৫৮৭৫ নম্বর থেকে তার মুঠোফোনে ফোন দিয়ে এ হুমকি দেয়া হয়। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

সাধারণ ডায়েরিতে বাংলানিউজের প্রতিনিধি শেখ সালাহউদ্দিন বাচ্চু উল্লেখ করেন, ১০ আগস্ট উপজেলার কৈলাইল চৌধূরীহাটি গ্রামের তার ভাগ্নে তামিম হোসেন (৫) নিখোঁজ হয়। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় একই এলাকার মামুন চৌধুরী ও তার স্ত্রী পলিসহ ৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়। পরে তার চেষ্টায় শিশুটি উদ্ধার হয়। এরপর থেকে অভিযোগ প্রত্যাহারের জন্য তার ও স্বজনদের মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে ওই চক্র। তিনি আরও জানান, এতে তার পরিবার ভীত ও উদ্বিগ্ন। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগে জানা গেছে, তামিমকে অপহরণের পরের দিন ১১ আগস্ট নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল সেতুর কাছে শিশু তামিম হোসেনকে পাওয়া যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বিষয়টি শুনেছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন