রাব্বি হত্যা :দুদিন পরও জড়িতরা আটক হয়নি

315

নিউজ৩৯♦ ঢাকার কেরানীগঞ্জে মোবাইল চুরির অপবাদে রাব্বি হাসান (১২) নামে এক শিশুকে পিটিয়ে হত্যার দুই দিন পরও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর আগে গত সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিহতের বাবা দুলাল বেপারী বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে মিরাজ নামে এক পোশাক শ্রমিক ও অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামি করা হয়েছে।

গত রবিবার রাতে কেরানীগঞ্জের কালিগঞ্জে ইমরান গার্মেন্ট নামে একটি তৈরি পোশাক কারখানা প্রতিষ্ঠানের ভেতর রাব্বি হাসান নামে এক শিশুকে মোবাইল চুরির অপবাদে তার সহকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে । দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জানান, আসামি ধরার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত দিন