এবার কেরানীগঞ্জে শিশু পিটিয়ে হত্যা

219

নিউজ৩৯♦ এবার কেরানীগঞ্জে মোবাইল চুরির অপবাদ দিয়ে রাব্বি হাসান (১২) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে কেরানীগঞ্জের কালিগঞ্জে ইমরান গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক কারখানার ভেতর এ ঘটনা ঘটে। নিহত রাব্বি হাসান বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার লবণছাড়া গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।

নিহতের  মামা বাবুল মিয়া জানান, ১৫ দিন আগে গ্রামের বাড়ি থেকে মিরাজ নামে এক বন্ধুর সঙ্গে ঢাকার কেরানীগঞ্জে আসে রাব্বি। এরপর সে ইমরান গার্মেন্টসে শ্রমিক হিসাবে কাজ শুরু করে। তিনি অভিযোগ করেন, ইমরান গার্মেন্টসের এক শ্রমিকের মোবাইল খোয়া যায়। এতে সবাই রাব্বিকে সন্দেহ করে। গার্মেন্টসের কয়েকজন কর্মচারী রাব্বিকে পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কর্মচারীরা তাকে বাথরুমে নিয়ে গলায় দড়ি  বেঁধে আত্মহত্যার নাটক সাজায়। রাত ১২টার দিকে পাশের প্রতিষ্ঠানের লোকজনকে সঙ্গে নিয়ে তারা রাব্বিকে বাথরুম থেকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ সময় সে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালানো হয়।

অন্য খবর  ফুলতলায় ব্যবসায়ীর গলাকাঁটা লাশ উদ্ধার

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত রাব্বির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রাব্বির মৃত্যুর সংবাদ শুনে সঙ্গে থাকা মিরাজ নামে এক সহকর্মী পালিয়ে গেলেও হাসপাতালের চিকিত্সক-কর্মচারীরা আক্তার ও সেলিম নামে অপর দুইজনকে আটক করে  দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করে। তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ কাউকে আটকের কথা অস্বীকার করেছে। 

সোমবার দুপুরে  দক্ষিণ কেরানীগঞ্জ থানায় উপ-পরিদর্শক  মোজাম্মেল হোসেন হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে  ময়না তদন্তের জন্য লাশ সেখানকার মর্গে হস্তান্তর করে। তিনি জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তবে কিভাবে মৃত্যু হয়েছে তা এখন বলা যাচ্ছে না। ময়না তদন্ত শেষে বলা যাবে এটি হত্যা না কি আত্মহত্যা।

আপনার মতামত দিন