মিজানুর রহমান শমশেরীর ছড়া

413

প্রতিভা-১

ইতিহাস বিজ্ঞান ধারাপাত অঙ্ক’র

একগাদা বই পড়ে ও-পাড়ার শঙ্কর।

মাথা নয় যতোটুকু পড়ে বই ততোধিক

সারাদিন পড়াশুনা, চেহারাটা লিকলিক।

 

রামপাল শিক্ষক তারে যিনি পড়াতেন

প্রতিভাটা দেখে তিনি মাঝে মাঝে ডড়াতেন।

এতো জ্ঞান কোথা পেলো এতোটুকু ভাণ্ডে?

রামপাল ভাবেন বসে প্রতিদিন সানডে।

 

প্রতিভা-২ 

সুকুমার মণ্ডল ঝানু পাকা নকলে

ও পাড়ার ছেলেবুড়ো চিনে তাঁকে সকলে।

টুকটাক কাটাছেঁড়া ছিল তাঁর নলেজে

পাশ করে তাই তিনি চলে যান কলেজে।

কলেজের মোটা বই দেখে বলে বাপরে!

এতোসব পড়াশুনা কী যে অভিশাপরে!

মনটারে ঠিক করে কাঁচি লয়ে আফটার

কচাকচ কেটে ফেলে বড় বড় চাপটার।

 

হাইজ্যাকার 

হাইজ্যাকারের পকেট ভরা একশ টাকার নোট

তাই সে পরে জাপান থেকে তৈরি করা স্যুট।

বাপ যে ওদের কামলা খাটে, নেই পরনে শার্ট

ছেলেগুলো পয়সা কামায়, তাই তো এতো ডাঁট।

বাপের মাথায় টাক পড়েছে, বব কাটানো চুল

ওদের মতো ছেলেগুলোর বাপ হওয়াটাই ভুল।

আপনার মতামত দিন