বন্যা
বন্যা এলো বন্যা গো
শ্যামল মায়ের কন্যা গো
বন্যা এলো দেশে
দেশ ভাসালো গাঁও ভাসালো
মাঠ ভাসালো ঘাট ভাসালো
পাগলা হাসি হেসে।
যায় ভেসে কার ভিটে-মাটি
হালের বলদ ঘটি-বাটি
মাঠভরা সব ধান,
কৃষান-বধূর মিষ্টি হাসি
ভাসিয়ে দিল সর্বনাশী
উল্লাসী তার প্রাণ।
তুমি চলে গেছো
তুমি চলে গেছো তাই চলে গেছে স্বপ্নের সে দিনগুলি
তুমি চলে গেছো তাই দূরে সরে গেছে সন্ধ্যা-গোধূলি।
মেঘের পরতে লিখা আছে শুধু বাতাসে ওড়ানো বেগ
তুমি চলে গেছো তাই বুঝি আর আসে নি শ্রাবণ মেঘ।
ওই বনপথ রেখে দিয়েছে আজো বিদায়ী চরণ লিখা
জোনাকি মেয়েরা তাই বুঝি আর জ্বালে নি প্রদীপ শিখা।
তুমি চলো গেছো ঝরে গেছে তাই কুসুমের হাসি মুখ
তুমি চলে গেছো ভরে আছে তাই বেদনায় কঁচি বুক।
আপনার মতামত দিন