ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রযুক্তির সদ্ব্যবহার জরুরিঃ নবাবগঞ্জে সালমা ইসলাম

275

তথ্যপ্রযুক্তির সৎ ব্যবহার করে আগামীর ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সাবেক নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি বলেন, বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে চলছে বাংলাদেশ, সেই সঙ্গে বাড়ছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার।

বুধবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সালমা ইসলাম এমপি বলেন, বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যহারের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে বদ্ধ পরিকর। ডিজিটাল প্রযুক্তির সুষম ব্যহারের মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। তবে প্রযুক্তির অসৎ ব্যবহার রোধে সরকারকে ব্যবস্থা নেয়া জরুরি মনে করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদ উল্লাহ, দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, বক্সনগর ইউপি চেয়ারম্যান এরশাদ আল মামুন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, জাহাঙ্গীর চোকদার, কফিল উদ্দিন, যুব সংহতির সভাপতি শেখ আবুল হোসেন আজাদ প্রমুখ।

অন্য খবর  জায়গা সরকারের, বরাদ্দ দিলো বাজার কমিটি: বিনিময় ৪০,০০০/- টাকা, নিরব প্রশাসন

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

আপনার মতামত দিন